প্রেমের খবরটা অনেকদিন আগেই জানা গিয়েছিল এবার জানা গেল বিয়ের খবরটাও। রানবির আলিয়ার বিয়ের রেস এখনো কাটেনি এরইমধ্যে টেলিপাড়া থেকে এলো বিরাট বড় সুখবর। চুপিসারে বিয়ের পর্বটা সেরে ফেললেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি এবং অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। টালিগঞ্জের জনপ্রিয় মুখ দুজনেই বর্তমানের মন ফাগুন ধারাবাহিকে খলনায়ক চরিত্রে প্রান্তিককে দেখা যাচ্ছে।
শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোলে বসে ছিলো এই বিয়ের আসর। সিকিমের একটি ছোট্ট গ্রামে বন্ধু-বান্ধবীদের ভিড়ে বিয়ে পেরেছেন প্রান্তিক এবং অঙ্কিতা। কাকপক্ষী তেও টের পাইনি এই বিয়ের খবরটা। অবশেষে সংবাদ মাধ্যমে নিজেরাই শেয়ার করলেন বিয়ের খবরটি।
প্রকৃতপক্ষে অঙ্কিতা এবং প্রান্তিকের বিয়ের খবরটা জানতো না দুজনের পরিবারও আসলে পরিবারের মতো নিয়ম মেনে বিয়ে করতে তারা চাইনি। একটু ভিন্ন ভাবে নতুন সাজে নতুন রকমের নতুনভাবে বিয়ে করতে চেয়েছিলাম অঙ্কিতা এবং প্রান্তিক। সেই কারণেই সবাইকে ফাঁকি দিয়ে পাহাড়ের কোলে জমে উঠেছিল বিয়ের আসর। এই তারকা-জুটির ঘনিষ্ঠ বন্ধু সোহিনী সরকারও সেখানে উপস্থিত ছিলেন।
বিয়ের দিন সাদা পোশাকে প্রান্তিক এবং লাল কাপড়ে অঙ্কিতা, পাহাড়ের কোলে এই বিয়ে এক অভিনব সৌন্দর্য ফুটিয়ে তুলেছিল। এভাবেই বন্ধু বান্ধবীদের নিয়ে প্রকৃতির কোলে বিয়ে করলেন প্রান্তিক এবং অঙ্কিতা তাদের দাম্পত্য জীবন খুব সুখের হোক এই কামনা করি।